Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট শহীদ জিয়া কলেজ মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে মানুষের ঢল।

Link Copied!

গতকাল ১৯ অক্টোবর রবিবার জয়পুরহাট ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ জিয়া কলেজ মাঠে এক মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। পবিত্র কোরআনের মহান বাণী ও শিক্ষা ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে এই মাহফিলে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের এমপি পদপ্রার্থী জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
পবিত্র কোরআনই মানব জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কোরআনের শিক্ষার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে পারলেই অন্যায়, দুর্নীতি ও অবিচারমুক্ত শান্তির পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন,আজকের সমাজে যে অস্থিরতা,বৈষম্য ও নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে — তার একমাত্র সমাধান হলো কোরআনের নির্দেশনা মেনে চলা। ইসলামী সমাজকল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়, যা আল্লাহভীরু প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাহফিলে পবিত্র কোরআনের তাফসীর পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন ড. আবুল কালাম আজাদ বাশার।

এ ছারাও তাফসীর পেশ করেন মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ সহ স্থানীয় বিশিষ্ট ওলামা মাশায়েখগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মোঃ আল-আমিন।

মাহফিল শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।