ঝিনাইদহ কালীগঞ্জ থানার চাঞ্চল্যকর পুলিশ পরিচয়ে ডাকাতি মামলার মূল হোতা’কে গ্রেফতার করেছে র্যাব-৬ ও র্যাব-১১, যৌথ আভিযানিক দল। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর ২০২৫ তারিখ রাতে র্যাব-৬ খুলনা ও র্যাব-১১, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ কালীগঞ্জ
থানার চাঞ্চল্যকর পুলিশ পরিচয়ে ডাকাতি মামলার এজাহারনামীয় ৬নং পলাতক আসামি- মোঃ কুরবান আলী (৩৮), পিতা- মোঃ আজিবর মন্ডল, সাং- মধুহাটি, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সংবাদদাতা গত ০৬/১০/২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮.১৫ ঘটিকার সময় ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানাধীন বেজপাড়া সাকিনস্থ তার নিজ বাসায় অবস্থান করাকালে উল্লেখিত গ্রেফতারকৃত
আসামিসহ এজাহারে বর্ণিত অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংবাদদাতার বসত ঘরের ভিতরে প্রবেশ করে তাকেসহ তার পরিবারের লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে তার বসত ঘরে থাকা সর্ব মোট ১৬ ভরি ০৯ আনা স্বর্ণ, যাহার মূল্য আনুমানিক ৩২,০৩,০০০/- (বত্রিশ লক্ষ তিন হাজার) টাকা এবং নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। উক্ত সময় সংবাদদাতার ডাকচিৎকারে এলাকার আশপাশের লোকজন
ঘটনাস্থল থেকে ০৩ জন ডাকাতদলকে আটক করে পুলিশ সোর্পদ করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদীনি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।