Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তানোরে সাংবাদিক রাজুর উপর অতর্কিত হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ।

স্টাফ রিপোর্টারঃ-
অক্টোবর ২০, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর তানোরে স্থানীয় সাংবাদিক মোঃ রাজু আহাম্মেদ (২৬)-এর ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

হামলাকারীরা তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়, সঙ্গে ছিনিয়ে নেয় নগদ টাকা ও ভাঙচুর করে মোবাইল ফোন।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
লিখিত অভিযোগে সাংবাদিক রাজু আহাম্মেদ উল্লেখ করেন—
একই গ্রামের মোঃ হারুন আলী, মোসাঃ সাম্মি খাতুন, মোঃ মাইনুল ইসলাম ও মোঃ শুভ পূর্ব শত্রুতার জেরে তার পরিবারের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

অভিযোগের সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪.৩০ মিনিটে সাংবাদিক রাজুর মা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদীরা অকথ্য ভাষায় গালাগালাজ ও দেশী অস্ত্র হাতে তেড়ে আসে

এর কিছুক্ষণ পর সাংবাদিক রাজু নিজে বাড়ি থেকে বের হলে বিবাদীরা গাড়িপথ অবরোধ করে, ধারালো অস্ত্র, লাঠি সুটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

পরে তার কাছ থেকে ১০,০০০ টাকা ছিনিয়ে নেয়, ১৫,০০০ টাকার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন ।

জানাযায়, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক রাজু আহমেদকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাংবাদিক রাজু আহাম্মেদ বলেন,এই হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খুললেই হামলার শিকার হয়। আমি আজ প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার পরিবার এখন ভয়াবহ নিরাপত্তাহীনতায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসীচক্রের সদস্য, যারা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে দমন করে।

এ বিষয়ে রাজু আহমেদ বাদি হয়ে তানোর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় এলাকাবাসীর দাবি, এই ঘটনার ন্যায়বিচার না হলে তানোরের আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে। অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।