Crime News tv 24
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা, দক্ষ নলকূপ মিস্ত্রী নিয়োগ ও পানি পরীক্ষা করণ বিষয়ক আলোচনা।

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:-
অক্টোবর ১৫, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা এবং দক্ষ নলকূপ মিস্ত্রী দ্বারা নলকূপ স্থাপন ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার ও মঙ্গলবার (১৩-১৪ অক্টোবর) সকালে ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান খান,
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ও প্রশিক্ষণ পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জনাব ইফতেখার আলম ও প্রজেক্ট সিনিয়র হাইড্রোজিওলজিস্ট জনাব আনিসুর রহমান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধর্মপাশা উপজেলার এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার জনাব মধুসূদন দে ।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ‍্যাসিলিটেটর নাহিদুর রহমান। কর্মশালায় অংশগ্রহন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৪ জন মেকানিক, ২৫ জন নলকূপ মিস্ত্রি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিকসহ এ সংশ্লিষ্ট কাজে জড়িত বিভিন্ন পেশাজীবি ব্যাক্তি বর্গ। প্রশিক্ষণ কর্মশালায় নলকূপ মিস্ত্রীদের দক্ষ করে তোলার পাশাপাশি আলোচনায় স্থানীয় মানুষের আর্সেনিক সম্পর্কে ধারণা, দক্ষ মিস্ত্রি দ্বারা নলকূপ স্থাপন ও প্রতিকূল পরিবেশে পানি ব্যবহারে পারস্পরিক সহযোগিতার মত বিষয়গুলো প্রাধান্য পায়।##

রাজু ভূঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি