সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা এবং দক্ষ নলকূপ মিস্ত্রী দ্বারা নলকূপ স্থাপন ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার ও মঙ্গলবার (১৩-১৪ অক্টোবর) সকালে ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান খান,
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ও প্রশিক্ষণ পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জনাব ইফতেখার আলম ও প্রজেক্ট সিনিয়র হাইড্রোজিওলজিস্ট জনাব আনিসুর রহমান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধর্মপাশা উপজেলার এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার জনাব মধুসূদন দে ।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নাহিদুর রহমান। কর্মশালায় অংশগ্রহন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৪ জন মেকানিক, ২৫ জন নলকূপ মিস্ত্রি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিকসহ এ সংশ্লিষ্ট কাজে জড়িত বিভিন্ন পেশাজীবি ব্যাক্তি বর্গ। প্রশিক্ষণ কর্মশালায় নলকূপ মিস্ত্রীদের দক্ষ করে তোলার পাশাপাশি আলোচনায় স্থানীয় মানুষের আর্সেনিক সম্পর্কে ধারণা, দক্ষ মিস্ত্রি দ্বারা নলকূপ স্থাপন ও প্রতিকূল পরিবেশে পানি ব্যবহারে পারস্পরিক সহযোগিতার মত বিষয়গুলো প্রাধান্য পায়।##
রাজু ভূঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি