Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘শিখো শব্দ, লেখো শব্দ, পড়ো ইংলিশ, বলো ইংলিশ’ প্রতিপাদ্য নিয়ে ইংরেজি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর)সকালে উপজেলার কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংস্থা “গুড নেইবারস বাংলাদেশ” ওয়ার্ড মাস্টার এ প্রতিযোগিতার আয়োজন করে।

এতে উপজেলার ১৯টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর আগে প্রাথমিক পর্যায়ে ১৯টি বিদ্যালয়ের ৫৫৩ জন শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখান থেকে প্রতিটি বিদ্যালয়ের তিনজন করে মোট ৫৭ জন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে অংশ নেয়। এখান থেকে সেরা ১০ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে।
পরীক্ষা শেষে এক আলোচনা সভা ও পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শিক্ষা সনদ, ডিকশোনারি ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান উত্তীর্ণ ৩ শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দীন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ওবায়দুল হক, গুড নেইবারস বাংলাদেশের পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মণ্ডল ও সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) শান্ত চিরান, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, গুড নেইবারস বাংলাদেশের এই উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে।

বিজয় রায়,
নিজস্ব সংবাদদাতা,রাণীশংকৈল, ঠাকুরগাঁও।
মোবাইল -০১৭১৮৬৯১৩১৬
তাং-১৪/১০/২৫