বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে ” স্বাস্হ্য সেবায় পল্লী চিকিৎসকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকালে মাগুরা জেলার শালিখার সীমাখালীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি এর শালিখা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি শালিখা উপজেলা শাখার আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্হাপনা পরিচালক কৃষিবিদ বিজ্ঞানী ড. আলী আফজাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি খুলনা বিভাগীয় সমন্বয়ক ও যশোর জেলা সভাপতি মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী,বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি খুলনা বিভাগীয় সহ-সম্বনয়ক ও যশোর জেলা সাধারণ সম্পাদক মোঃ সেলিম,বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি এর মাগুরা জেলা সভাপতি মোঃ রাজিবুল ইসলাম। এছাড়া জেলার অসংখ্য পল্লী চিকিৎসক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল বলেন,” আমাদের দেশে যে পরিমান রেজিষ্ট্রার্ড চিকিৎসক দরকার তা জনসভার তুলনায় খুবই কম। এই জায়গায় পল্লী চিকিৎসকগণ নিরলস ভাবে তাদের শ্রম দিয়ে যাচ্ছে। যার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সকলেই স্বাস্থ্য সেবা পাচ্ছে। এজন্য আমি সকল পল্লী চিকিৎসকদের অভিনন্দন জানাচ্ছি।