মাগুরার মহম্মদপুরে “আদর্শ সমাজ গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল। তিনি শিক্ষকদের সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা তুলে ধরে বলেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুধু জ্ঞান বিতরণকারীই নন, বরং তিনি একজন আদর্শ মানুষ গড়ার কারিগর।
চিত্ত বিশ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দাওয়াহীদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মহম্মদ আলিমুজ্জামান, মোহাম্মদপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পেশাজীবী সংগঠনের সভাপতি মহম্মদ হারুন-রশিদ। এছাড়াও মো. মশিউর রহমান, মো. আবু বক্করসহ উপজেলার দুই শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষক এসময় উপস্থিত ছিলেন। আলোচকরা বলেন, প্রাথমিক শিক্ষকরা শিশুদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা গঠনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ধরনের আয়োজন শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।