খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন ঘোলা কৈয়া বাজারের মা কমপ্লেক্স এলাকায় বৈশাখী শাহা (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
গতকাল শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন তিনি।পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে বিকেল ৩টা ৫৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে স্বামী নন্দ গোপালের প্রাথমিক ভাষ্য জানিয়েছে পুলিশ। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।