Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে বিদ্যালয়ে গিয়ে পাঠদান করলেন ইউএনও।

স্টাফ রিপোর্টার আকিমুল ইসলাম:-
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে বিদ্যালয়ে গিয়ে পাঠদান করলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন, বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীতে গিয়ে ইংরেজি, বাংলা, গণিতসহ নানাবিধ বিষয়ে পাঠদান করেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাকী, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

পাঠদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন হোসেন শিক্ষার্থীদেরকে প্রতিটা বিষয়ের উপর মৌলিক জ্ঞান অর্জন করার নির্দেশনা দেন পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন ছাড়াও অন্যান্য বিষয়ের উপর সম্যক ধারণা অর্জন করার পরামর্শ দেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠদানে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যরা। ৫ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া বলেন, ইউএনও স্যার আমাদেরকে ইংরেজি গ্রামার বিষয়ে পাঠদান করেছেন যা অনেক ভালো লেগেছে। আমরা আজ অনেক অজানা বিষয়েও জানতে পেরেছি। একই শ্রেণীর শিক্ষার্থী শাপলা শাখার আফসানা মিম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাদেরকে গনিতের নামতা, শতকরা বিষয়ের উপর পাঠদান করেছেন যা আমাদের অনেক ভালো লেগেছে।

এ বিষয়ে ধোপাখালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাকী বলেন, ইউএনও স্যার হঠাৎ করেই আমাদের স্কুলে আসছেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ের পাঠদান করেছেন পাশাপাশি শিক্ষকদেরকে নানাবিধ বিষয়ে দিকনির্শনামূলক কথা বলেছেন যা আমাদের পথ চলার পাথেয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আল আমিন হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে আমি প্রতিনিয়তই বিভিন্ন সরকারি- বেসরকারি বিদ্যালয় পরিদর্শন করছি। তারই ধারাবাহিকতায় আজ ধোপাখালি প্রাথমিক বিদ্যালয় গিয়ে শিক্ষার্থীদেরকে বিষয়ভিত্তিক পাঠদান এবং শিক্ষকদের মান উন্নয়নে পরামর্শ প্রদান করেছি।