নড়াইলের লোহাগড়া উপজেলায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- কোটাকোল ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন আলম, কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শেখ শাহ আলম, কৃষক ইকরামুল শেখ, শেখ শামীম, বিশিষ্ট ব্যবসায়ী মোল্যা গোলাম কিবরিয়া প্রমুখ।
বক্তারা বলেন, খরস্রোতা মধুমতির তীর ঘেঁষে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা, মল্লিকপুর, কোটাকোল ইউনিয়ন অবস্থিত। এই এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিবছর শত শত একর কৃষি জমি ঘরবাড়ি বিলীন হয়ে যায় নদীগর্ভে। তখন তারা ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করে। এ বছর মধুমতি নদীর প্রবল স্রোত, প্রতিদিন শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এমনকি সাবেক বেড়িবাঁধটি নদীগর্ভে বিলুপ্ত হয়ে গেছে। ওই এলাকায় যদি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হয়?তাহলে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যাবে এবং শত শত মানুষ গৃহহীন ও ভূমিহীন হয়ে পড়বে।
তাই আমরা এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয় ও সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যেন আর ভিটেমাটি হারাতে না হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।