চকচকে সেই রঙের দেশে
হাঁটছি কতো রোজ,
অনাহারে কাটায় যাঁরা
নেয়নি তাদের খোঁজ ।
ভালো ভালো কতো খাবার
ফেলছি সদা ডাস্টবিনে,
কতো মানুষ পায়নি খেতে
পাঁচ টাকার রুটি কিনে।
রেস্টুরেন্টে দিচ্ছে অর্ডার
দামী কতো খাবার ,
খাবার গুলো খেতে না পেয়ে
ফেলি দিচ্ছি আবার ।
একবারও কি ভাবছি কভু
রিজিক দিলেন কে ?
উনি যদি কাড়েন রিজিক
কোথায় পাবে রে ?
ভাবিস না হয় একটা মিনিট
অপচয় করার আগে ,
আমরা যদি অপচয় না করি
থাকবে গরীবের ভাগে ।