Crime News tv 24
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে ১০ জেলায় সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ ১০৭ %

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা প্রতিনিধি:-
আগস্ট ২০, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগীয় পর্যায় ১০ জেলায় সরকারি ভাবে ২০২৫ সালের ধান-চাল সংগ্রহ ১০৭ % । খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সুত্রে জানা গেছে,গত ২৪ শে এপ্রিল থেকে সরকারি ভাবে এই কার্যক্রম শুরু হয়,যাহা আগস্ট মাসে শেষ হবে। চলতি বছরে ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৩৭ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৭৭৪ টি রাইচ মিলের মাধ্যমে ১লাখ,৭৩ হাজার ৩১৯ মেট্রিক টন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

তবে চলতি বছরে সরকারি ভাবে ধানের মুল্য নির্ধারন হয়েছে ৩৬ টাকা কেজি এবং সিদ্ধ চালের মুল্য নির্ধারন হয়েছে ৪৯ টাকা। এবছর ধান-চাল সংগ্রহের সময় শেষ হবে ৩১ শে আগস্ট ২০২৫। তবে চলতি বছরে ধান সংগ্রহ হয়েছে ৪৭ হাজার ৪৪২ মেঃ টন বা ১০৫% এবং সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৯২ মেঃ টন বা ১০৯ %। ১০ জেলার খাদ্য নিয়ন্ত্রক সুত্রে জানাগেছে,

খুলনা জেলার খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন,তার সংগ্রহ ধান-১১৯% এবং চাল-১০৪ %। বাগেরহাট জেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ দিলোয়ার হোসেন বলেন,তার সংগ্রহ ধান-৮৫% এবং চাল-১০৭ %। সাতক্ষীরা জেলার খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি বলেন,তার সংগ্রহ ধান-১০৮% এবং চাল-১১১ %। যশোর জেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ সেফাউর রহমান বলেন,তার সংগ্রহ ধান-১১৪% এবং চাল ১০১ টা মিলের মাধ্যমে সংগ্রহ ১১৫ %। ঝিনাইদহ জেলার খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা বলেন,

তার সংগ্রহ ধান-১০৪% এবং চাল-১০৫ %। মাগুরা জেলার খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাশ বলেন,তার সংগ্রহ ধান-১১৪ % এবং চাল-১০০ % । নড়াইল জেলার খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা বলেন,তার সংগ্রহ ধান-৮২% এবং চাল-১০০ %। কুষ্টিয়া জেলার খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান বলেন,তার সংগ্রহ ধান-১১৫% এবং চাল-১১৩ %। চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ মিজানুর রহমান বলেন,তার সংগ্রহ ধান-৯০ % এবং ৬৮ টি মিলের মাধ্যমে চাল সংগ্রহ -১০৬ %। মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ এরশাদ আলী বলেন,তার সংগ্রহ ধান-১০৩% এবং চাল-১০০ %।

সার্বিক বিষয় খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যলয়ের উপ-পরিচালক ইকবাল সোবহান চৌধুরী বলেন,সমস্ত প্রতিকুলতা উপেক্ষা করে সরকার নির্ধারিত সময়ের মধ্যে ধান-১০৫% এবং চাল-১০৯ % সংগ্রহ করেছি । আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার উপজেলা এবং জেলার কর্মকর্তাদের তারা কৌশলে তাদের টার্গেট পুরন করতে সক্ষম হয়েছে।