Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও সেরা মৎস্য চাষী সাদেকুলসহ ৩ জনকে সম্মাননা।

Link Copied!

– “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল। তিনি তার বক্তব্যে দেশি মাছ রক্ষায় প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে এবং পুকুরে লিটার (মুরগির বিষ্ঠা) ব্যবহার না করার জন্য মৎসচাষীদের দৃষ্টি আকর্ষণ করেন। এইসাথে তিনি তাদের চায়না জুয়ারি জাল (কারেন্ট জাল) ব্যাবহার না করার কথা বলেন। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, মৎস্যচাষী এ জেড আবু সুলতান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, মৎস্যচাষী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামের প্রভাষক সাদেকুল ইসলামসহ ৩ জন মৎস্যচাষীকে বিশেষ সাফল্যের জন্য সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।