বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ (গোল্ডেন এ+) অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লতিফ মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ. এফ. নেসার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম, সিপিএ রফিকুল ইসলাম জগলু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাসেল আহম্মেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি পারভিন প্রমুখ।
কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল উচ্চতর শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাস্তবায়নে কোন ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা’ উত্তরণে সহযোগিতা। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং আর্থিক’সহ অন্যান্য বিষয়ে সহযোগিতার বিষয়ে আয়োজক কমিটি আশ্বস্ত করেন।
বক্তারা বলেন, ভালো ফলাফল করার মাধ্যমে ভাল কোন গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হয়। বাগেরহাটের উন্নয়নে কাজ করতে হলে ভালো জায়গা পৌঁছাতে হবে এবং মানুষের মত হতে হবে।