গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার বিশ্বাস বাড়ি রোডের মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আব্দুস সালাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় মোঃ মাহিম সর্দার (২২) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। অপর আসামি কাবিরুল মোল্লা (২০) দক্ষিণ পাশের দরজা দিয়ে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনেই কাবিরুল মোল্লার ভাড়াকৃত ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো, বাদামি টেপ দ্বারা পেঁচানো ৫ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিম সর্দার স্বীকার করেন, তিনি কাবিরুলের সহায়তায় দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সদর এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।