Crime News tv 24
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ।

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:-
আগস্ট ৯, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সংযোগ সড়কের পাশের সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় আলী বক্স গাজী নামে এক ব্যক্তি এ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজারের ফুলতলা তিন রাস্তা মোড় থেকে বিজ্ঞানী পিসি রায়ের বাড়ি ও ইউনিয়ন পরিষদ অভিমুখী সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই সড়কের পাশ বরাবর সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের ফলে চলাচল ঝুঁকি আরও বেড়ে যাবে।

শনিবার(৯ আগষ্ট) সাংবাদিকরা ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখতে গেলে রাড়ুলীর ৩নং ওয়ার্ড সদস্য ইলিয়াস আলী মোড়ল ও ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, সড়কের এই অংশে সরকারি জায়গায় কোনো পাকা স্থাপনা নির্মাণ হলে তা শুধু অবৈধই হবে না, বরং পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আলী বক্স গাজীকে নিষেধ করা হলেও তিনি কোনো কর্নপাত করছেন না।

অভিযোগের বিষয়ে আলী বক্স গাজী বলেন, আমার বাড়ির সামনে সামান্য সরকারি জমি থাকতে পারে। সবার পরামর্শ ও মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।

এ প্রসঙ্গে রাড়ুলী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) জাকির হোসেন বলেন, সরকারি জমিতে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তা পরিমাপের মাধ্যমে চিহ্নিত করে উচ্ছেদ করা হবে।