Crime News tv 24
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
জুলাই ২৩, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন সভায় সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জুনিয়র কনসালট্যান্ট ডা. সুজন কুমার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এবং পৌরসভা নির্বাহী কর্মকর্তা লালু সরদার।

সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভা শেষে বিগত এক বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় লতা ইউনিয়ন পরিষদকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

এ উপলক্ষে লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এক বিবৃতিতে বলেন, এ সম্মাননা লতা ইউনিয়নবাসীসহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সম্মিলিত প্রয়াসের ফসল। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত কপিলমুনি, হরিঢালী ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।