ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ নারীর স্বনির্ভরতা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। সংগঠনটির আয়োজনে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং, রোড নং ৬/এ, বাসা নং ৬ (নীচতলা)-তে অনুষ্ঠিত হবে “নারী উদ্যোক্তাদের মাঝে ভ্যানকার্ট বিতরণ অনুষ্ঠান”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভানেত্রী এস এম মোমো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক ডেপুটি মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
হাজী মো. ইউসুফ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি
হাজী মো. নাসির উদ্দিন নাসির, নির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
জনাব শুকুর মাহমুদ, আহবায়ক, মোহাম্মদপুর থানা বিএনপি
জনাব নাফিজুল কাদীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
জনাব মাহবুব সরোয়ার জাহান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
জনাব শেখ গোলাম আকবর, পরিচালক (প্রশাসন), পানি ভবন
অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদিকা লায়লা আক্তার জানান, “নারীরা যদি কর্মসংস্থানের সুযোগ পায়, তবে পরিবার থেকে শুরু করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আমাদের উদ্দেশ্য হলো, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা।”
আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় নারীরা ছোট ব্যবসায় উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ হবে এবং কর্মসংস্থান তৈরি হবে।