ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী তিনি এই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় প্রচারণা কার্যক্রমে অংশ নেন।
প্রচারণার অংশ হিসেবে ব্যারিস্টার নজরুল ইসলাম একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন।
তিনি বলেন, “শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পথ। নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়েই একজন শিক্ষার্থীকে এগিয়ে যেতে হবে।”
শিক্ষক শামীম হোসেন বলেন, “ব্যারিস্টার নজরুল ইসলাম একজন শিক্ষানুরাগী মানুষ। তার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি সত্যিই শিক্ষা ও উন্নয়নের পক্ষে কথা বলেন। আমরা তার জন্য শুভকামনা করি।”
শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও নয়াবাড়ী বাজারে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত প্রার্থী। স্থানীয় পথচারী আবুল কাশেম বলেন, “এত বড় একজন শিক্ষিত মানুষ হয়েও যেভাবে আমাদের সঙ্গে সহজভাবে কথা বললেন, এটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা তার জন্য দোয়া করি।”