“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫।
মঙ্গলবার (১৩ মে) সকালে শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে ফিতা কেটে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। প্রধান অতিথির সঙ্গে ছিলেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে স্থাপিত ১৭টি বিজ্ঞান স্টল পরিদর্শন করেন।
আয়োজক জেলা প্রশাসনের উদ্যোগে, আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানসহ বিশিষ্টজনেরা।