খুলনার রূপসী রূপসার আনন্দ নগর গ্রামের কৃতি সন্তান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৫নং ঘাটভোগ ইউনিয়নের অন্যতম যুব নেতা এস. এম. মোস্তাইন পুত্র সন্তানের বাবা হয়েছেন।
তিনি সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
বর্তমানে মোস্তাইন এর স্ত্রী/পুত্র সুস্থ ও ভালো আছে। এটাই তার প্রথম সন্তান। পুত্রের জন্ম তারিখ ০১/০৯/ ২০২৫ _নাম রাখা হয়েছে _এস. এম.আইয়ান আলী।
স্ত্রী ও সন্তান খুলনা পঙ্গু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন এখনো।
বিশেষ করে আমি ব্যক্তিগত ভাবে মোস্তাইন ভাইয়ের স্ত্রী ও সন্তানের জন্য মন থেকে দোয়া করছি।
দল / মত/ রাজনীতি এর বাইরে ও মানুষের কিছু কিছু ভালো বাসা থাকা উচিত। যেটা আমার মধ্যে আছে ও অতীতে ছিলো। সর্বশেষ মোস্তাইন কে অভিনন্দন।