মেধা ও মননশীলতা বিকাশে বদ্ধপরিকর বিকাশে বদ্ধপরিকর এই স্লোগানকে ধারণ করে হাঁটিহাঁটি পা পা করে রয়েল পাবলিকেশন এগিয়ে চলেছে। ২মে ২০২৫ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে রয়েল পাবলিকেশন কর্তৃক আয়োজিত সাহিত্য সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাহিত্য সম্মাননা অনুষ্ঠানে রয়েল পাবলিকেশন’র প্রকাশক মো. মনিরুল ইসলাম(রয়েল) এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য সাহিত্যিক ও ‘উন্মাদ’- এর সম্পাদক আহসান হাবীব, বিশিষ্ট শিশুসাহিত্যিক কবি আসলাম সানী, বীজবিস্তার ফাউন্ডেশনের সভাপতি ড. এম এ সোবহান এবং রয়েল পাবলিকেশন’র প্রধান উপদেষ্টা সায়রা সুলতানা অপু। এছাড়াও একঝাঁক দেশবরেণ্য লেখক, কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বইমেলা ২০২৫ এ প্রকাশিত বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন লেখককে সেরা পাণ্ডুলিপি পুরস্কার এবং ২জন প্রচ্ছদ শিল্পীসহ মোট ১৮জনকে সম্মাননা পদক ও সনদ দেওয়া হয়।