Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নজরুল সঙ্গীত শিল্পী শাহানুর আবেদীনের জন্মদিনে ধানমন্ডি ক্লাবে জমকালো আয়োজন।

সহকারী সম্পাদক লুবাইনা ইসলাম
নভেম্বর ৭, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

৫ নভেম্বর ২০২৫: বাংলাদেশ টেলিভিশন ও বেতারের খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পী ও গানের যাদুকর শাহানুর আবেদীন-এর জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ক্লাবে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর গান ও কবিতার সন্ধ্যা।

অনুষ্ঠানে শিল্পী শাহানুর আবেদীন ও জনপ্রিয় বাচিক শিল্পী ও কবি লাবন্য সীমা-এর যৌথ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে। তাঁদের গানের সুর ও কবিতার আবৃত্তিতে শ্রোতারা আবেগে আপ্লুত হন। সঙ্গীত ও কবিতার এমন মেলবন্ধন যেন শিল্প-সাহিত্যের এক প্রাণোচ্ছল উৎসব হয়ে উঠেছিল ধানমন্ডি ক্লাব প্রাঙ্গণ।

অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন বাংলাদেশে মানবাধিকার সংগঠক, জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মঞ্জুর হোসেন ঈসা। তাঁর সাবলীল উপস্থাপনা পুরো অনুষ্ঠানকে এক ভিন্নমাত্রায় নিয়ে যায় এবং দর্শক-শ্রোতাদের মাঝে আনন্দের আবহ তৈরি করে।

অনুষ্ঠানে ধানমন্ডি ক্লাবের সভাপতি জনাব ফারুক সাবেহ শুভেচ্ছা বক্তব্যে বলেন,

> “শাহানুর আবেদীন আমাদের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সুরেলা কণ্ঠ ও শিল্পচর্চা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”

এসময় উপস্থিত ছিলেন —
বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব মিতা রহমান,
‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ সংগঠনের সভাপতি কবি সাহানা সুলতানা,
বিশিষ্ট লেখক রাশেদ,
কণ্ঠশিল্পী মাহীন,
এবং অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ববৃন্দ।

অনুষ্ঠানের শেষে জন্মদিনের কেক কেটে শিল্পী শাহানুর আবেদীন-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত সবাই একসাথে কণ্ঠ মিলিয়ে গান করেন — “তুমি জন্ম নাও বারবার এই ধরণীতে”।

শিল্পী শাহানুর আবেদীন বলেন,

> “এমন ভালোবাসা আমার শিল্পজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের দিনটি আমি আমার শ্রোতা, সহকর্মী ও পরিবারকে উৎসর্গ করলাম।”

 

সঙ্গীত, কবিতা ও বন্ধুত্বের এই সন্ধ্যায় ধানমন্ডি ক্লাব হয়ে ওঠে এক অনিন্দ্য সাংস্কৃতিক মিলনমেলা, যা স্মৃতিতে থাকবে দীর্ঘদীন।