Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মা-মেয়ের মরদেহ উদ্ধার।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
নভেম্বর ৭, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে আড়াই বছরের কন্যা সন্তান ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) ও তার মেয়ে লামিয়া। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলয়মান শেখ জানান, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের বাড়ি থেকে তার আড়াই বছরের কন্যা সন্তান ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রহিদুলের স্ত্রী সাংসারিক অনটন ও অশান্তির কারণে নিজ শিশু সন্তানকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। সকালে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি কেউ হত্যা করেছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।