৫ নভেম্বর ২০২৫: বাংলাদেশ টেলিভিশন ও বেতারের খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পী ও গানের যাদুকর শাহানুর আবেদীন-এর জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ক্লাবে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর গান ও কবিতার সন্ধ্যা।

অনুষ্ঠানে শিল্পী শাহানুর আবেদীন ও জনপ্রিয় বাচিক শিল্পী ও কবি লাবন্য সীমা-এর যৌথ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে। তাঁদের গানের সুর ও কবিতার আবৃত্তিতে শ্রোতারা আবেগে আপ্লুত হন। সঙ্গীত ও কবিতার এমন মেলবন্ধন যেন শিল্প-সাহিত্যের এক প্রাণোচ্ছল উৎসব হয়ে উঠেছিল ধানমন্ডি ক্লাব প্রাঙ্গণ।
অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন বাংলাদেশে মানবাধিকার সংগঠক, জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মঞ্জুর হোসেন ঈসা। তাঁর সাবলীল উপস্থাপনা পুরো অনুষ্ঠানকে এক ভিন্নমাত্রায় নিয়ে যায় এবং দর্শক-শ্রোতাদের মাঝে আনন্দের আবহ তৈরি করে।
অনুষ্ঠানে ধানমন্ডি ক্লাবের সভাপতি জনাব ফারুক সাবেহ শুভেচ্ছা বক্তব্যে বলেন,
> “শাহানুর আবেদীন আমাদের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সুরেলা কণ্ঠ ও শিল্পচর্চা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”

এসময় উপস্থিত ছিলেন —
বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব মিতা রহমান,
‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ সংগঠনের সভাপতি কবি সাহানা সুলতানা,
বিশিষ্ট লেখক রাশেদ,
কণ্ঠশিল্পী মাহীন,
এবং অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ববৃন্দ।
অনুষ্ঠানের শেষে জন্মদিনের কেক কেটে শিল্পী শাহানুর আবেদীন-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত সবাই একসাথে কণ্ঠ মিলিয়ে গান করেন — “তুমি জন্ম নাও বারবার এই ধরণীতে”।
শিল্পী শাহানুর আবেদীন বলেন,
> “এমন ভালোবাসা আমার শিল্পজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের দিনটি আমি আমার শ্রোতা, সহকর্মী ও পরিবারকে উৎসর্গ করলাম।”
সঙ্গীত, কবিতা ও বন্ধুত্বের এই সন্ধ্যায় ধানমন্ডি ক্লাব হয়ে ওঠে এক অনিন্দ্য সাংস্কৃতিক মিলনমেলা, যা স্মৃতিতে থাকবে দীর্ঘদীন।