নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে চোর চক্রের তিন সদস্য। শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—ধোবাউড়া উপজেলার হরিপুর গ্রামের জয়নাল আবেদীন (২৭), শহিদুল ইসলাম (৩০) ও আল মামুন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে একটি ভ্যানগাড়িতে করে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছিলো চোর চক্রটি। এ সময় গ্রামের কয়েকজন তরুণ তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে ধাওয়া দিয়ে হাতেনাতে আটক করে ফেলে। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকেই আটক করে থানায় নিয়ে যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, “আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রতি শতাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এসব চুরির সঙ্গে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে

