Crime News tv 24
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা বিএনপির জনপ্রিয় নেতা মির্জা শিপলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া।

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
অক্টোবর ২৫, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তৃণমূলের জনপ্রিয় নেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলুর আত্মার মাগফিরাত কামনায়
বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার সময় জেলা সাহিত্য পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়বাদী দল চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম সদস্য নুর নবি সামদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন টুটো,রোকন জোয়ার্দার ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, ছাত্রসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন নুর নবি সামদানি তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় রাজনীতিতে বিশেষ ভূমিকা ছিলেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তৃণমূলের জনপ্রিয় নেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলু। বিএনপির অনেক ত্যাগী নেতার জন্ম হয়েছে। অতীতে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া অনেক নেতাদের আমরা হারিয়েছি। শিপলু সহ তাদের এ অবদান ভোলার নয়। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

উল্লেখ্য, গত রোববার (৫ অক্টোবর) ঢাকার ধানমণ্ডিতে মেজ ভাইয়ের বাসায় স্ট্রোকে মারা যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তৃণমূলের জনপ্রিয় নেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলু (৪৮)। পরদিন সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে দ্বিতীয় জানাজার নামায শেষে জান্নাতুল মওলা কবরস্থানে তাঁকে শায়িত করা হয়।