Crime News tv 24
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শিল্প সচিব এর সাথে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি:-
অক্টোবর ২৫, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমানের সাথে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক,মোঃ অহিদুল ইসলাম।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান সরকারি উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করা, সেবার মানোন্নয়ন এবং শিল্পায়নের প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “সমন্বিত উদ্যোগ ও আন্তঃদপ্তর সহযোগিতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। মাঠপর্যায়ে কর্মসম্পাদনের দক্ষতা বাড়াতে সকল দপ্তরের মধ্যে কার্যকর যোগাযোগ ও টিমওয়ার্কের বিকল্প নেই।” সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।