জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নান্দুলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা নির্বাচন পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ বায়েজীদ বোস্তামী, কর্মপরিষদ সদস্য প্রভাষক আনোয়ার হোসেন, অফিস সেক্রেটারি ইয়াকুব আলী, যুব বিভাগের সভাপতি মোঃ সাকিব হোসেনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
কর্মশালায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্ব, করণীয় ও নির্বাচন পরিচালনার নানাদিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

