লক্ষ্মীপুরের কমলনগরে জলবায়ু ট্রাষ্টের অর্থায়নে নিম্মমানের চারাগাছ বিতরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার চারা গ্রহণকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বনবিভাগের দায়িত্বরত কর্মকর্তা কামরুল প্রতারণার মূল হোতা। এছাড়া সরকারী গাছের টাকা নানাভাবে কৌশলে বিক্রি ও তাদের পছন্দের লোককে গাছ লটের গাছ সহায়তা করার অভিযোগ দুই কামরুলের বিরুদ্ধে। পরে দুজনে সন্ধ্যার পরে মানুষের কাছ থেকে টাকা ভাগাভাগি করে নেয়। যাহা উপজেলায় ‘ওপেন সিক্রেট’।
জানা যায়, জলবায়ু ট্রাষ্টের অর্থায়নে উপকূলীয় এলাকা কমলনগর ৯টি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় পাঁচ হাজার চারাগাছ বিতরণ করা কথা। উপজেলা বনবিভাগ বিতরণ কার্যক্রম সম্পন্ন করবে। বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান স্কুলের আঙ্গিনায়সহ পরিবেশ রক্ষায় ‘বনজ ও ফলজ’ লাগাবে। দুুঃখের বিষয় শিক্ষকরা গাড়ি ভাড়া কিংবা বাইকে এসে উপজেলা গাছ নিতে এসে হতভম্ব হয়ে পড়েন। নামমাত্র গাছ দেখা গেলেও বাস্তবে এগাছের কোন ভিত্তি নেই। উপজেলা থেকে স্কুল পর্যন্ত নেয়াও অসম্ভব হয়ে পড়বে। ‘মরা’ পোকাযুক্তসহ অপুষ্টিকর গাছের চারা দেয়া হয়। নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, বন বিভাগ আমাদের যে গাছের চারা দিয়েছে; আমরা রেখে চলে আসছি। প্রয়োজনে আমরা বাজার থেকে কিনে নিজেরা গাছ লাগাবো। এগুলো কোন গাছের মধ্যে পড়ে না বলে ক্ষোভ প্রকাশ করেন।
তারা আরও বলেন, ট্রাষ্ট কিংবা বন বিভাগ গাছের নামে পাঁচ হাজার মানুষের সাথে প্রতারণা করেছেন। বর্ষার পরবর্তী এসব গাছ লাগালে ( ছোট মরা গাছ) কখনোই বাঁচবে না। ট্রাষ্টের টাকা আত্মসাৎ করা গাছের নামে একটা কৌশল ।
কমলনগর উপজেলা বনবিভাগের দায়িত্বরত কর্মকর্তা মো. কামরুল হাছান বলেন, জলবায়ু ট্রাষ্টের টাকায় উন্নত মানের ‘বনজ ও ফলজ’ গাছ বিতরণ করা হয়েছে।ভবিষ্যতে আমাদের এমন ধারা অব্যাহত থাকবে।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                 
                                 
                                 
                                