Crime News tv 24
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাবনা ফরিদপুর ও সাঁথিয়ার যৌথ অভিযানে ৪০ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস।

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি:-
অক্টোবর ২২, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাবনা জেলার ফরিদপুর ও সাঁথিয়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গতকাল বুধবার ফরিদপুর উপজেলার ডেমরা ও সাঁথিয়া উপজেলার রূপসী এলাকার ৫ টি চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০,০০,০০০/- (চল্লিশ) লাখ টাকার ৫৬,০০০ মিটারের অবৈধ প্রস্তুতকৃত চায়না দুয়ারী জাল এবং জাল তৈরির উপকরণ জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন,ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. সানাউল মোর্শেদ, সাঁথিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি আসিফ রায়হান, ফরিদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, সাঁথিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা শামসুর রহমান,নাজির মো.জমিরউদ্দিন সরকার, সেনাবাহিনী এবং ফরিদপুর ও সাঁথিয়া উপজেলার পুলিশ প্রশাসন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ বলেন, আমরা আমাদের দেশের জনগণের স্বার্থে দেশের মৎসসম্পদ রক্ষার স্বার্থে এমন অভিযান অভিযান অব্যাহত রাখবো।