মাগুরার শ্রীপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চক্ষু চিকিৎসা ক্যাম্পের প্রতিপাদ্য ছিলো,” দৃষ্টি ফিরে পাওয়ার পথ-গ্রামীণ চক্ষু সেবার উদ্দ্যোগ “। চক্ ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বাস্তবায়নে ও সহযোগিতায় রবিবার ২১ সেপ্টেম্বর দিনব্যাপী উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিস চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চক্ষু রোগ একটি সাধারণ সমস্যা। বিশেষ করে ৪০ বছর বয়সের পর অনেকেই প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি), ছানি, চোখে ব্যথা ও নানা সমস্যায় ভোগেন। এসব রোগ সহজেই নিরাময়যোগ্য হলেও দারিদ্র্য, স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনতার অভাবে অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত হন। সময়মতো চিকিৎসা না নিলে দৃষ্টিশক্তি হ্রাস পায়, যা ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিকভাবে গুরুতর প্রভাব ফেলে। এ বিষয়টি অনুধাবন করেই ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে।
ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুরের তত্ত্বাবধানে ক্যাম্পে আগত সকল রোগীর চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি নিকট দৃষ্টিজনিত সমস্যায় ভোগা রোগীদের পরামর্শক্রমে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন—মাগুরা-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফারহানা বিনতে সেলিম, ফরিদপুর ডিভিশনাল কো-অর্ডিনেটর (সাউথ ইস্ট ডিভিশন) মো. জামির আলী, শ্রীপুর এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মিরাজ আলী, শ্রীপুর সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আনিছার রহমান, শ্রীপুর অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক (এসসিডিপি) মো. মতিয়ার রহমান, মাগুরা রিজিওনাল কো-অর্ডিনেটর সুনিল কুমার মিস্ত্রীসহ ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।