মাগুরার সন্তান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণরত এবং রংপুর মেডিকেল কলেজের ৪৪-তম ব্যাচের শিক্ষার্থী ডা. সৌরভ সাহা (৩২) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৌরভ সাহা সদর উপজেলার জাগলা গ্রামের প্রয়াত ক্ষুদ্র ব্যবসায়ী সমীর কুমার সাহার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে তিনি চীন-মৈত্রি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ডা. সৌরভ ছিলেন মেধাবী, প্রগতিশীল ও মানবিক একজন চিকিৎসক। তিনি নিয়মিত গ্রামের বাড়িতে এসে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দিতেন। দরিদ্রতার সঙ্গে লড়াই করে তার বাবা সমীর কুমার সাহা সন্তানদের মানুষ করেছিলেন। ২০১৭ সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। গত বছরই ডা. সৌরভ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ডা. সৌরভের পরিবারঘনিষ্ঠ সুদেব চক্রবর্তী জানান, ঢাকা থেকে মরদেহ মাগুরায় আনার পর রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।