Crime News tv 24
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করলেন বিএনপি নেতা মনোয়ার হোসেন খান।

তৌহিদ,মাগুরা জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

‘গাছ লাগাবো ছোট্ট হাতে, বেড়ে উঠবে আনন্দতে, বাঁচবো মোরা খুশি মনে, ভরবে ভূবন অক্সিজেনে’—এই শ্লোগানকে সাৃনে রেখে বিএনপির উদ্দ্যোগে মাগুরায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের এমপি পদপ্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষ থেকে এ কর্মসূচি সম্পন্ন হয়। মাগুরা হাওড় এলাকার আবালপুর মাধ্যমিক বিদ্যালয় ও আবালপুর হাফেজিয়া মাদ্রাসায় এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

এসময় মনোয়ার হোসেন খান বলেন,“আমাদের বেশি বেশি গাছের চারা রোপণ করতে হবে। গাছ আমাদের বন্ধু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ লাগানো পছন্দ করতেন। তাঁর স্মরণে আমরা যদি গাছ রোপণ করি এবং মানুষের মাঝে বিতরণ করি, তাহলে এর ফল ও সুফল সমাজে ছড়িয়ে পড়বে। এটি হবে সাদকায়ে জারিয়া এবং আমাদের নেতার রুহের প্রতি ছোঁয়াব পৌঁছে যাবে।”তিনি আরো বলেন,“আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য লোক দেখানো নয়। সত্যিকার অর্থে পরিবেশ রক্ষা ও জনকল্যাণে গাছ লাগানোই আমাদের লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপি সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠিত হলো। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ ও বিতরণে এগিয়ে আসি।”