যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রবিবার ( ২১ সেপ্টেম্বর ) রাত ১০ টার সময় যশোর বেনাপোল- মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আহসান উল্লাহ শার্শা উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে।
নাভারন হাইওয়ে থানার (ওসি)রোকনুজ্জামান জানান,নিহত আহসান উল্লাহ আফিল জুট মিলের সিকিউরিটি গার্ডের ডিউটি শেষ করে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ীতে যাওয়ার সময় শার্শা মিনি স্টেডিয়ামের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিডিয়াম এলাকায় পৌছালে বিপরীত দিক হতে আগত শার্শা হতে বেনাপোলগামী মোটর সাইকেল রেজি নং-যশোর-ল-১৩-৮৬৯১ ভিকটিমকে স্ব-জোরে ধাক্কা দেয়। ফলে বাই সাইকেল চালক আহসান উল্লাল রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেল চালক আফ্রিদী (২৮), পিতা-কামাল হোসেন, গ্রাম -ধলদা, এবং মটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান (৩০), পিতা-আমানত উল্লাহ, গ্রাম শার্শা সড়কের উপর পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।
স্থানীয়লোকজন আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল হেফাজতে গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।