Crime News tv 24
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদায় মাটি খুঁড়তে গিয়ে মিলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮৭৬টি রূপার মুদ্রা।

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় একটি মাটির পাত্রের মধ্যে বিপুল পরিমাণ রূপার মুদ্রা খুঁজে পান। শহিদুল ইসলাম জানান, মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির হাঁড়ির মতো কিছু একটা উঠে আসে। সেটির ভেতরে তারা অনেকগুলো পয়সা দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মুদ্রাগুলো উদ্ধারের ব্যবস্থা করে।

উদ্ধারকৃত মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, যা ১৮৬৫ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের। মুদ্রাগুলোর গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা রয়েছে। মোট ১ হাজার ৮৭৬টি রূপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।


স্থানীয় স্বর্ণকারদের মতে, রূপা হিসেবে প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য ১৫০০ থেকে ১৮০০ টাকা। তবে এসব প্রাচীন মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য আরও কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।