Crime News tv 24
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পূজার শান্তিপূর্ণ আয়োজন নিয়ে জামায়াত ও মন্দির কমিটির মতবিনিময়।

ভোলা জেলা সংবাদদাতা:-
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা নায়েবে আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন—
“শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিরও অংশ। সম্প্রীতি রক্ষায় সকলকে মিলেমিশে কাজ করতে হবে।”

সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার মোঃ জাকির হোসাইন। তিনি বলেন—
“সম্প্রীতির এই বাংলাদেশকে আরও শক্তিশালী করতে হবে। ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের সকলের দায়িত্ব।”

বিশেষ অতিথি সদর উপজেলা আমির অধ্যাপক মোঃ কামাল হোসাইন বলেন—
“আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোরও সমন্বিত ভূমিকা জরুরি।”

এ সময় বক্তব্য দেন পৌর আমীর মোঃ জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।

অন্যদিকে মন্দির কমিটির পক্ষ থেকে অশোক চন্দ্র ঘোষ বলেন—
“এই ধরনের সভা-সমাবেশ সমাজে সম্প্রীতি ও আস্থা বাড়ায়। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সবার সহযোগিতা চাই।”

ডা. নরেন্দ্র চন্দ্র শীল, গৌরাঙ্গ চন্দ্র রায় ও ক্ষিতীশ বাবুসহ অন্যান্য মন্দির নেতৃবৃন্দও মত প্রকাশ করেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০ সেপ্টেম্বর ২০২৫, ভোলা।