Crime News tv 24
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ৪০, ৪১, ৪২ নং ওয়ার্ডের অন্তর্গত সকল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ ,খতিব এবং ইমামদের সাথে গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব এ কে এম ফজলুল হক মিলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):-
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের তালটিয়া হাজারি রিসোর্টের কনফারেন্স রুমে পূবাইল থানা এলাকার অন্তর্গত ৪০,৪১,৪২ নং ওয়ার্ডের সকল মসজিদ-মাদরাসার খতিব, ইমাম ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শনিবার (২০ শে সেপ্টেম্বর) দুপুরে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের জননন্দিত জননেতা জনাব এ কে এম ফজলুল হক মিলন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা ওলামা দলের মুফতি শামসুদ্দিন খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে জননন্দিত জননেতা জনাব এ কে এম ফজলুল হক মিলন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছেন এবং ওআইসিতে যোগ দিয়ে বাংলাদেশকে মুসলিম বিশ্বে সম্মানের আসনে বসিয়েছেন। আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক দল হলেও ইসলামের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে মিলন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।

সভায় উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার,সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া ও নজরুল ইসলাম, পূবাইল থানা বিএনপি’র প্রভাবশালী সদস্য সাখাওয়াত হোসেন খোকন। যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,হাজী মনসুর আলী, রাকিব মোল্লা , পূবাইল থানা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, পূবাইল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, পূবাইল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক আজমিন খান প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি মাহমুদুল্লাহ।