Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপণ কর্মসূচি।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশের ভারসাম্য রক্ষায় “গাছ লাগাই–পরিবেশ বাঁচাই” প্রতিপাদ্যে পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবি-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী দাশ, সহকারী শিক্ষক মো. আছাবুর রহমান, রুমানা সুলতানা, এম এম মনিরুজ্জামান, হালিমা খাতুন, কাকুলি পাল, বিপ্লব হরি, তমালিকা ভদ্র, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ, পরিবেশকর্মী আলম গাজীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরে আশফল ও পেয়ারার চারা রোপণ এবং বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের বিকল্প নেই। বর্ষাকাল বৃক্ষরোপণের সর্বোত্তম সময়। এ সময় বৃষ্টির কারণে মাটির উর্বরতা বাড়ে এবং চারা দ্রুত বেড়ে ওঠে।

উল্লেখ্য, বনবিবির উদ্যোগে আগামী ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলবে।