আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর বিয়ানীবাজার উপজেলা জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার মাসিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সহসভাপতি হাফিয মাওলানা দিলওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসউদ শাহীনের পরিচালনায় এবং
শাখার সহপ্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আগামীর কর্মপদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এতে আলোচনা পর্যালোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ১৫ই সেপ্টেম্বর কমিটির সকল দায়িত্বশীল নিয়ে বিয়ানীবাজারের এক অভিজাত রেষ্টুরেন্টে জরুরি দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হবে। এতে দায়িত্বশীলদের উপস্থিতির প্রতি গুরুত্বারোপ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, জমিয়ত নেতা মাওলানা আব্দুস শাকুর, দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সহসভাপতি মাওলানা শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মাহমুদুল হাসান, মাঈজ উদ্দিন প্রমুখ।