Crime News tv 24
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির (জাপা) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ড।

নিজস্ব প্রতিবেদক:-
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ড, ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করেই জাপার কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

তারা একদিকে ভাঙচুর চালাতে থাকে, অন্যদিকে দাহ্য পদার্থ ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টায়ারে আগুন জ্বালিয়ে তারা এ বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে দেয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের গুম-খুন ও অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। তারা আরও হুঁশিয়ারি দিয়ে জানান, “হাসিনা গেছে যেই পথে, জাতীয় পার্টিও যাবে সেই পথে।”

নেতাকর্মীরা দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।