Crime News tv 24
ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

“জাগো বাহে তিস্তা বাঁচাই” আন্দোলনে এলাকাবাসীর সাথে যোগ দিচ্ছেন মির্জা ফখরুল ও তারেক রহমান

নীলফামারী প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এলাকাবাসীর সাথে এবার মাঠে নামছে বিএনপি। এই লক্ষ্যে নদীর তীরবর্তী অঞ্চলে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করবে দলটি। “জাগো বাহে তিস্তা বাঁচাই” স্লোগানে তিস্তা নদীর কাওনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ সহ লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারীর এ ৫ জেলার এগারো পয়েন্টে কর্মসূচি পালন করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার জিয়া সেতুর পাশে ১৭ তারিখ দুই দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন অনুষ্ঠান এলইডির মাধ্যমে জেলার সব পয়েন্টে একযোগে প্রচার হবে। ১৮ ফেব্রুয়ারি রাতে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য খাইরুল কবীর খান আমাদের প্রতিনিধিকে জানান, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সারাদিন ও রাতব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নাটক, জারি গান, যাত্রাপালা, গম্ভীরা, নেতাদের বক্তব্য ও প্রদর্শনী সহ থাকবে আরো অনেক কিছু। এ কর্মসূচির মাধ্যমে আগামী দিনে ভারতকে চাপে রাখা যাবে বলে মনে করেন বিএনপি নেতারা।