চ্যানেল এস’এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে ভোলা প্রেসক্লাবে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চ্যানেল এস’এর ভোলা জেলা প্রতিনিধি মো. মনছুর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক মো. আহাদ চৌধুরী তুহিন।
স্মরণসভায় বক্তৃতা দেন আব্দুল শহিদ তালুকদার, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মো. আল আমিন শাহরিয়ার, মো. ইউনুস শরীফ, এইচ এম জাকির, মো. সোলায়মান, আনোয়ার পারভেজ, মো. আব্দুর রহমান হেলাল, মো. মাকসুদুর রহমান, রিয়াজ হোসেন শান্তসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, তরিকুল ইসলাম শিবলী শুধু একজন সাংবাদিকই নন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ মানুষ, যিনি সমাজের নানা সমস্যা ও সত্য তুলে ধরতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক মহলের জন্য অপূরণীয় ক্ষতি।
শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ছবি সংযুক্ত