নীলফামারী প্রতিনিধিঃ-
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি “তিস্তা বাঁচাও, নদী বাঁচাও” দুই দিন লাগাতার (৪৮ ঘন্টা)’র কর্মসূচি সফল করতে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়ছে।
বুধবার (১২-ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার আয়োজনে, ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া নতুন বাজারে এই প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন চৌধুরী, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেলিম ও উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমনসহ আরো অনেক।
এছাড়াও নীলফামারী জেলা, নীলফামারী সদর উপজেলা, জলঢাকা উপজেলা, ডোমার উপজেলা সহ ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।