নিজস্ব প্রতিবেদক:-
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া বাগানপাড়ায় নিয়াত আলী মেডিকেল সেন্টারে হেলথ্ এডুকেশন এন্ড ডিসএবল্ড ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫০ জন রুগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ১০০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, বিশেষ অতিথি ছিলেন- শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, আলমডাঙ্গা উপজেলার বিআরডিবি জুনিয়র অফিসার শহিদুল ইসলাম।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন গাড়াবাড়িয়া হানুরবাড়াদি কওমি মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: শাহজাহান।
স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গাা সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান এবং হেলথ্ এডুকেশন এন্ড ডিসএবল্ড ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. মো: নুর আলম আকাশ।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামিমুল কবীর।