কলমে রিতুনুর:-
যেদিন তোমাকে সত্যিকারের কাছে পাব
সেদিন তুমিও একটা সাদা গোলাপ পাবে 
আশায় থাকতাম
মনের জানালা ধরে যদি তুমি যাও 
ফুল বাগানে 
ঘুম থেকে উঠে খুব ভোরে।
কখনো কখনো পিছু নিতাম
উঁচু স্বরে দিতাম ডাক, 
কখনো মনকে বুঝিয়ে বলতাম থাক।
শুধু একটি গোলাপ 
পাবার আশায় কতো আকাঙ্খা ছিলো।
তখনকার যুগে প্রেমিক প্রেমিকারা
ভালোবাসা পেতে
বিলাসবহুল বাড়ি মার্সিডিজ গাড়ি 
চিন্তায় নিতো না,
গোলাপ ছাড়া অন্য কিছু পেঁড়া
মাথায় নিতো না।
কথার ফুলঝুরিতে থাকতো অল্প কথা,
কথা রাখতে না পারলে চুপচাপ 
সইতে হতো ব্যথা।
শুধু একটি গোলাপেই হতো সারাজীবনের
ভালোবাসার সম্পর্ক তৈরি। 
তাই বলি লোভের প্রেম 
অনিশ্চিত হয়ে দূরে সরে মেঘের আড়ালে 
ঢেকে যাক ভালোবাসা
একটি সাদা গোলাপের মাঝেই সীমাবদ্ধ থাক।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    