Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় তারেক রহমানের ৬১তম জন্মদিনে বিএনপি পরিবারের খাবার বিতরণ।

Link Copied!

নীলফামারী ডোমার-ডিমলায় ১আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ছাড়া বিকল্প নেই**

নীলফামারীর ডিমলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ডিমলা উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট ডিমলা আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—

নীলফামারী জেলা বিএনপি’র উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী,

জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী প্রধান,

সাবেক ডিমলা উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন,

ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার,
এছাড়াও ডিমলা উপজেলা বিএনপি পরিবারের অন্যান্য নেতাকর্মীরা।

খাদ্য বিতরণ কর্মসূচিতে কিছু নেতাকর্মী ও সমর্থকরা জানান, ডোমার-ডিমলা অঞ্চলে বিএনপি’র সাংগঠনিক নেতৃত্ব ও জনপ্রিয়তার বিচারে সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনই বেশি গ্রহণযোগ্য বলে তারা মনে করেন। তাদের ভাষ্য—“তুহিন ব্যতীত ডোমার-ডিমলায় কোনও বিকল্প নেই”—এমন মন্তব্যও সমর্থকদের মধ্যে শোনা যায়।
তবে এটি সম্পূর্ণরূপে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতামত বলে সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়।

নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য, এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।