নীলফামারী ডোমার-ডিমলায় ১আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ছাড়া বিকল্প নেই**
নীলফামারীর ডিমলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ডিমলা উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট ডিমলা আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—
নীলফামারী জেলা বিএনপি’র উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী,
জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী প্রধান,
সাবেক ডিমলা উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন,
ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার,
এছাড়াও ডিমলা উপজেলা বিএনপি পরিবারের অন্যান্য নেতাকর্মীরা।
খাদ্য বিতরণ কর্মসূচিতে কিছু নেতাকর্মী ও সমর্থকরা জানান, ডোমার-ডিমলা অঞ্চলে বিএনপি’র সাংগঠনিক নেতৃত্ব ও জনপ্রিয়তার বিচারে সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনই বেশি গ্রহণযোগ্য বলে তারা মনে করেন। তাদের ভাষ্য—“তুহিন ব্যতীত ডোমার-ডিমলায় কোনও বিকল্প নেই”—এমন মন্তব্যও সমর্থকদের মধ্যে শোনা যায়।
তবে এটি সম্পূর্ণরূপে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতামত বলে সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়।
নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য, এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

