ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মহাদেব বসাক, আরও বক্তব্য রাখেন বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাজাহান আলী, সাবেক মেয়র মোখলেসুর রহমান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মামুনুর রশীদ মামুন, শিক্ষক প্রতিনিধি পারুল বেগম,গভনিং বোডির সদস্য সাহদাত হোসেন ও এ,এসে,এম সুলতান, অভিভাবক আলী হুসেন, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারী সহ সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।

