মেহেরপুরে নতুন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সঙ্গে মেহেরপুর জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, বৃহস্পতিবার ২০ নভেম্বর-২০২৫ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, তিনি বলেন মেহেরপুরের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও স্বচ্ছ যোগাযোগ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম শীল,মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক, মিজানুর রহমান,তোজাম্মেল আজম, তুহিন অরণ্য,ফজলুল হক মন্টুসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় মেহেরপুরে সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

